কানাইঘাট নিউজ ডেস্ক :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং কানাইঘাট সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে আপেল প্রতীকে ইউপি সদস্য প্রার্থী সেলিম উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সোনাপুর গ্রামের মরহুম আইয়ুব হাজী মহাজনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
মাষ্টার সাইদুর রহমানের সভাপতিত্বে শাহাব উদ্দীন ও শুয়েব আহমদের যৌথ পরিচালনায় এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন মাহবুবুল হক মকুল, আব্দুর রহমান, আব্দুল কাদির, কুতুব উদ্দীন, সালেহ আহমেদ, ধলাই মিয়া, মাষ্টার জামাল উদ্দীন, সিফাত উল্লাহ, আবু তাহের, মইন উদ্দীন, মুসদ্দর আলী, নুর উদ্দীন, হাজী আব্দুল হান্নান, মো. আব্দুল্লাহ, সব্বির আহমেদ, দেলওয়ার হোসেইন, আমিন উদ্দীন, শরীফ উদ্দীন।
এসময় বক্তারা বলেন, অবহেলিত ৯ নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে সবাই একমত হয়ে কাঁধে কাঁধ মিলে সেলিম উদ্দিনকে নির্বাচিত করলে এলাকায় মানুষের উন্নয়ন হবে।
মেম্বার প্রার্থী সেলিম উদ্দিন বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। অবহেলিত এই এলাকার উন্নয়নের জন্য দল, মত নির্বিশেষে আসন্ন নির্বাচনে আমাকে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করার দাবি জানাচ্ছি। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা চান।
পরে মোনাজাত পরিচালনা করেন মৌলানা মুতছিন আলী।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়