কানাইঘাট নিউজ ডেস্ক :
বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কানাইঘাটের কৃতি সন্তান মস্তাক আহমদ পলাশকে সৌদি আরবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যান ঐক্য পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সংগঠনের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লা'র সঞ্চালনায় অনুষ্ঠানে দেন জাবেদ মুন্না,রুহুল ফাহাদ,বিলাল উদ্দিন,মসরুর আহমে,শাহিন আহমদ, জাহেদ আহমদ,ইসমাইল প্রমূখ।
বক্তব্যে নেতৃবৃন্দ মস্তাক আহমদ পলাশের কাছে এলাকার বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন এবং তাকে উষ্ণ অভিনন্দন জানান।
সংবর্ধিত অতিথি মস্তাক আহমদ পলাশ তার বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও আপনারা দেশের প্রতি যে মমত্ববোধ দেখিয়েছেন তাতে আমি আবেগে আপ্লুত।
তিনি তার বক্তব্যে আরও বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়