কানাইঘাট নিউজ ডেস্ক :
গাছবাড়ী আইডিয়াল কলেজে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কলেজ মুজিব বর্ষ উৎযাপন কিমিটির আহবায়ক শফিকুল ইসলাম, সিনিয়র লেকচারার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সদস্য মোহাম্মদ মঈনুল ইসলাম প্রভাষক সমাজবিজ্ঞান এবং সদস্য মোঃ রোমেন আহমদ প্রভাষক আইসিটি,জীব বিজ্ঞানের প্রভাষক রেনু মিয়া সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হারুন রশিদ, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক জয়নাল আজাদ, সিএইচপি সারওয়ার আহমদ, জেলা ছাত্রলীগে নেতা মাহফুজ আহমদ, ছাত্রনেতা ওহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়