নিজস্ব প্রতিবেদক :
যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যার্নাজির সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার পরিচালনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামীলী গের যুগ্ম সাধারভ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী,উপজেলা প্রকৌশলী আবু হানিফা, থানার সেকেন্ড অফিসার সোহেল আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ২দিন পূর্বে ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালী জাতিকে মেধা শূণ্য করার জন্য দেশের বরেন্য সূর্য সন্তান, বুদ্ধিজীবি, কবি, সাহিত্যিক সাংবাদিক, শিক্ষক সহ মেধাবী সন্তানদের নির্বিচারে হত্যা জঙ্গে মেতে উঠে যাহা ছিল পৃথিবীর ইতিহাসে একটি জগন্যতম কলঙ্কিত অধ্যায়। শাহাদত বরনকারী এসব বুদ্ধিজীবিদের জাতি শ্রদ্ধার সাথেসব সময় স্মরণ রাখবে এবং তাদের আত্মত্যাগকে ধারন করে মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়