Monday, December 13

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত কানাইঘাট পৌর আ.লীগের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নবগঠিত কানাইঘাট পৌর আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। 

নবগঠিত পৌর কমিটির সভাপতি কেএইচএম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কমিটির সদস্য জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন গত ২৯ সেপ্টেম্বর পৌর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। যার কারণে তারা আনুষ্ঠানিক ভাবে বিজয়ের এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের এ কমিটির আনুষ্ঠানিক ভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। 

পৌর আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের কার্যক্রম আরো শক্তিশালী সহ বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারনের কাছে তোলে ধরতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কাজ করে যাবেন। 

সেই সাথে পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন জানান, বিজয়ের মাসে দলের সকল কর্মসূচী পালন করার জন্য তাদের কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়