Thursday, November 25

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র  উদ্যোগে নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা

 


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার( ২১ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭টায় ইস্ট লন্ডনের মক্কা গ্রীলে নবীনবরণ ও গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়।


জন্মভূমি কানাইঘাটের এক ঝাঁক তরুণ আলোকিত জীবন গড়ার উদ্দেশ্যে  অতিসম্প্রতি বিলাতে আগমন করেছেন তাদেরকে স্বাগত জানানো ও অনুপ্রেরণা জোগানো এবং বিলেতে বর্তমানে সফররত চড়িপাড়া উচ্চ বিদ্যালয় এবং কলেজ এর অধ্যক্ষ মোজাম্মিল আলী স্যারের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সংবর্ধনার উদ্দেশ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  সংগঠনের সহ-সভাপতি জনাব রফিকুজ্জামান ফারুক। 

আল্লামা মুশাহিদ বায়মপুরী সুযোগ্য সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক  মো: রশিদ আহমেদের সঞ্চালনায় সবার শুরুতেই  পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এজাজুল হক।


নবাগত শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার করার আহ্বান আর সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তারা বলেন,নবজীবনের আহ্বানে, আলোকিত জীবনের সন্ধানে তোমরা বিলেতে এসেছো,এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে,সব প্রতিকুলতা উপেক্ষা করে এক দিন পৌছে যাবে গন্তব্যে ইনশাআল্লাহ ।


নবীন-প্রবীণদের সরব উপস্থিতি আর অত্যন্ত আনন্দময় পরিবেশে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সম্বর্ধিত অতিথি চড়িপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোজাম্মেল আলী।

বক্তব্য দেন সাবেক প্রতিষ্টাতা সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ,সহ সভাপতি ফয়জুল করিম তুতা মিয়া,সহ সভাপতি শামীম আহমেদ ,সহ সভাপতি আলী হায়দার শামীম চৌধুরী, ট্রেজারার মোঃ কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী সোহেল ,সহ সাধারণ সম্পাদক রোকনুল কবীর, সহ-সাধারণ সম্পাদক মাতাবুর রহমান চ্যারিটি এন্ড ফান্ডরাইজিং সেক্রেটারি ফাহাদ আহমেদ, প্লানিং সেক্রেটারি মো: মাসুম আহমেদ, ইমপ্লয়মেন্ট সেক্রেটারি মোস্তফা কামাল, অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদ, ওয়েলফেয়ার সেক্রেটারি হেলাল আহমেদ, আইটি সেক্রেটারি কাওসার আহমেদ, পাবলিক রিলেশন সেক্রেটারি ইকবাল চৌধুরী,এসিস্টেন্ট কালচারাল সেক্রেটারি ফজলুর রহমান পিনাক , অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ফখরুদ্দিন ,সম্মানীত সদস্যদের মধ্যে  বাবুল হোসেন,বিশিষ্ট সংগঠক বেলাল উদ্দিন অ্যাকাউন্ট্যান্ট সোলেমান রশীদ রতন , কর্পোরেট ম্যানেজার মিজান মোস্তফা ,ব্যবসায়ী জনাব সায়ফুল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নুরুল হুদা, সিনিয়ার এনালিস্ট নুরুল আলম,কামরুল ইসলাম, খছরুজজামান সহ আরো অনেকে।


কানাইঘাটীদের এই মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন GDA এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাকাউন্ট্যান্ট সুলেমান আহমেদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র খায়ের চৌধুরী ,নিউহ্যাম শাহজালাল মসজিদের ইমাম এখলাছুর রহমন এবং কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান নতুনদের উদ্দেশ্যে অনেক মোটিভেশনাল বক্তব্য দেন।

দুরুদ এবং দোয়া শেষে ডিনার পরিবেশন করা হয়।

উল্লেখ্য, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে জন্মলগ্ন থেকে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতিনিধিত্ব করতেছে এবং প্রতি বছর জন্মভূমির মানুষের কল্যাণে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়