নিজস্ব প্রতিবেদক:
গত রবিবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চেয়ারম্যান পদে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তোফায়েল চৌধুরী নির্বাচনে তাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করার জন্য ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ, আলেম উলামা, তার কর্মী সমর্থক সহ সর্বস্থরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত রবিবারে অনুষ্ঠিত নির্বাচনে তার বিরুদ্ধে নানা ভাবে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের পরও তাকে বিপুল ভাবে ভোট দেওয়ায় ইউনিয় বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সেই সাথে তোফায়েল চৌধুরী অতীতের মতো সুখে দুঃখে সবসময় ইউনিয়ন বাসীর পাশে থাকবেন অঙ্গিকার ব্যাক্ত করেন। প্রসঙ্গত যে, চারিকাটা ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান তোফায়েল চৌধুরী অটোরিক্সা সিএনজি প্রতিক নিয়ে নির্বাচন করে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান করিমের কাছে পরাজিত হয়ে নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়