কানাইঘাট নিউজ ডেস্ক :
সিলেটের তরুণ ব্যবসায়ী মেসার্স টাইকোন ষ্টেশন এবং ইরাম ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো. এনামুল হক ২০২০-২১ অর্থবছরের সিলেট সিটি কর্পোরেশন ভিক্তিক আয়কর প্রদানকারী ক্রমানুসারে ৪০ (চল্লিশ) বছর বয়সের নিচে তরুণ কর প্রদানকারী করদাতা নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ নভেম্বর) নগরীর মেন্দিবাগস্থ হোটেল গ্র্যান্ড সুরমার হলরুমে সিলেট কর অঞ্চল আয়োজিত সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলার সর্বোচ্চ দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট কাস্টমস কমিশার এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ আহসানুল হক মেসার্স টাইকোন ষ্টেশন এবং ইরাম ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো. এনামুল হক এর হাতে তরুণ করদাতার পুরস্কার তুলে দেন। মো. এনামুল হক কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের ডা. মো. নাজমুল হকের কনিষ্ট পুত্র। এনামুল হক ছোট বেলা থেকেই বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন।
মেসার্স টাইকোন ষ্টেশন এবং ইরাম ট্রেডিং এর সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছে। তরুণ সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়ায় মো. এনামুল হককে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এনামুল হকের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল পুরানফৌদ গ্রামে। তিনি ঐ গ্রামের ডাঃ নাজমুল হকের ছেলে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়