Wednesday, November 24

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন সম্পন্ন


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেট  আযাদ  দ্বীনি   আরবি  মাদ্রাসা  শিক্ষাবোর্ডের সভাপতি,   আলিমকুল   শিরোমণী,   খলিফায়ে   বায়মপুরী   শায়খুল   হাদিস আল্লামা   মুহাম্মদ   বিন  ইদ্রিস   শায়খে   লক্ষিপুরী   বলেছেন,   বৃহত্তর সিলেটে সর্ব প্রকার বিদআত মূলোৎপাঠনের অগ্র সৈনিক ছিলেন শায়খুল   ইসলাম   আল্লামা   মুশাহিদ   বায়মপুরী   রাহ.। আল্লামা   শায়খে লক্ষিপুরী   বলেন,   আল্লামা   মুশাহিদ   বায়মপুরী   ছিলেন   উপমহাদেশের কিংবদন্তি মহাপুরুষ এবং দারুল উলুম দেওবন্দের এক অন্যান্য খ্যাতিমানসূর্য সন্তান, হযরতের পদস্পর্শে ধন্য এ কানাইঘাটে জন্মগ্রহণ করে আমরা নিজেকে ধন্য মনে করি। শায়খে লক্ষিপুরী বলেন, আমরা আজীবন তাঁর আদর্শ লালনে সচেষ্ট থাকবো। তিনি বলেন, দারুল উলুম জামেয়াকে শায়খে বায়মপুরী রহ. তাঁর জীবনের চাইতেও বেশি মহব্বত করতেন। আমরা যারা   এ   জামেয়ার   উন্নতি   ও   অগ্রগতিতে   অগ্রণী   ভূমিকা   রাখবো ইনশাআল্লাহ   আমাদের   জীবন   ধন্য   হবে   আর   যারা   এ   জামেয়ার   ক্ষতিসাধনের চেষ্টা করবো ওদের জীবন ধ্বংস হবে। 


তিনি   আজ   ২৪   নভেম্বর   ২১ইং   বুধবার   ঐতিহ্যবাহী   শায়খুল   ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ. এর পূণ্যস্মৃতি বিজড়িত জামেয়াইসলামিয়া   দারুল   উলুম   দারুল   হাদিস   কানাইঘাট   মাদ্রাসার বার্ষিক   এনাম   ও   হিসাবের   মহাসম্মেলনে   সভাপতির   বয়ান   দান কালে উপরোক্ত কথাগুলো বলেন। 

জামেয়ার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলীর সার্বিক সঞ্চালনায় বিশাল মহাসম্মেলনে বয়ান পেশ করেন আগত   মেহমান   শায়খুল   হাদিস   আল্লামা   মুহিব্বুল   হক   গাছবাড়ী,শায়খুল   হাদিস   আল্লামা   আলিমুদ্দীন   দুর্লভপুরী,   শায়খুল   হাদিস আল্লামা   আহমদ   আলী   শায়খে   চিল্লা,   আল্লামা   নজরুল   ইসলাম তোয়াকুলী। 

বয়ান পেশ করেন আল্লামা মুশতাক আহমদ খাঁন রস্তুমপুরী,আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা মুবশ্বীর আলী রামপ্রসাদী,আল্লামা হাফিয হারুনুর রশীদ উজানি পাড়ী, মাওলানা মুফতি আব্দুররহীম, মাওলানা মুফতি হাফিজ জুবায়ের আহমদ। ইসলামী মহাসম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান   আলহাজ্ব আব্দুল   মোমিন   চৌধুরী,   বিশিষ্ট   রাজনীতিবীদ সমাজসেবী    মস্তাক   আহমদ   পলাশ,   সিলেট   প্রেসক্লাবের   সহ-সভাপতি জনাব এম. এ. হান্নান। কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান   জনাব   মাওলানা   আব্দুল্লাহ   শাকির,   ৫নং   বড়চতুল   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী। 

সম্মেলনে উপস্থিতছিলেন  হযরত মাওলানা ইউসুফ খাদিমানী, কানাইঘাট থানা ভারপ্রাপ্তকর্মকর্তা      তাজুল   ইসলাম,   মাওলানা   ইসমাইল   দুর্লভপুরী,কানাইঘাট পৌর সভার কাউন্সিলরবৃন্দ যথাক্রমে- মাওলানা ফখর উদ্দিন, জনাবশাহাব উদ্দিন, জনাব বিলাল আহমদ, জনাব জাকির হোসেন, কানাইঘাট বাজার   বণিক   সমিতির   সাবেক   সভাপতি   আলহাজ্ব  সিরাজুল   ইসলামখোকন, বর্তমান সভাপতি- আলতাফ হোসেন, সেক্রেটারী আব্দুল হেকীম শামীম, ক্যাশিয়ার  নজীর উদ্দিন প্রধান, সাবেক কমিশনার জনাবতাজ উদ্দিন, মাওলানা হাবিব আহমদ প্রমূখ।

সম্মেলনে জামেয়ার মেধাবী প্রায় আটশত তালাবাদেরকে পুরস্কার প্রদান করা হয় পুরস্কার প্রদান করেন আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা আব্দুল   হক   গোবিন্দপুরী,   মাওলানা   ফজলুল   করীম,   মাওলানা   খালিদ সাইফুল্লাহ, মাওলানা তায়্যিবুর রহমান।সম্মেলনে   মাদ্রাসার   ১৪২৭   বাংলা   ও   ১৪২৮   বাংলার   বার্ষিক   অডিট রিপোর্ট মুহতামিম সাহেবের পক্ষ থেকে পেশ করেন মাদ্রাসার হিসাব রক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়