নিজস্ব প্রতিবেদক:
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যেগে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী আব্দুল আউয়ালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনমুন নাহার আশা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা নবাগত কৃষি কর্মকর্তা এমদাদুল হক, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্ত বৃন্দ ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসের অধীনে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্তি যুবক যুবতিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও অর্থ বছরে যুব উন্নয়নের প্রশিক্ষিত ৪৭জনের হাতে মোট সাড়ে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথি বৃন্দ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়