Thursday, October 7

কানাইঘাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক: :
সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নে শাহীন আহমেদ (২৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এলাকার লোকজন হাওরের মাঝে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহীনের লাশ দেখতে পান।

দিঘীরপার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল আত্মহত্যার খবরটি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, এক সন্তানের জনক শাহীন পেশায় সিএনজি ড্রাইভার ছিল। সে দিঘীরপার পূর্ব ইউনিয়নের ছত্রনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তবে শাহীন কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়