নিজস্ব প্রতিবেদক :
প্রবাসী আলেম-উলামাদের নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন কানাইঘাট ইউনাইটেড চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের উদ্দ্যেগে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৩টায় ডাক বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি সৌদী আরব প্রবাসী আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও হাফিজ এহসানে এলাহির পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শায়খূল হাদীস মাওলানা শামছুদ্দীন দূর্লভপুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, পৌর মেয়র লুৎফুর রহমান, মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলতাফ হোসেন, সীমার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল আজিজ, প্রবাসী মাওঃ ফখরুল ইসলাম।
উপস্থিত ছিলেন হাজী নজির উদ্দিন, আব্দুল হামিদ মাখছুদ, মাওঃ এনামুল হাসান, মাওঃ সাজ্জাদুর রহমান, মাওঃ হারিছ আহমদ,মাওঃ আসআদ আহমদ, মাওঃ জুনেদ শামসী, মাওঃ নুরুল আলম, মাওঃ আরিফ, মাওঃশরিফ উদ্দিন, মাওঃ আশিক আহমদ প্রমূখ।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্টানে বক্তারা বলেন, কানাইঘাটে অসংখ্য আলেম-উলামা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করে প্রিয় জন্ম ভুমির মাটি ও মানুষের কল্যাণে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।
প্রবাসে বসবাসরত আলেম-উলামাদের নিয়ে প্রতিষ্ঠিত ইউনাইটেড চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের আত্ম প্রকাশকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এ সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন তারা গরিবঅসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাথে জড়িত যারা দেশে কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথি বৃন্দ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়