আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান।
শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলা আধুনিক মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আমি এমপি থাকি আর না থাকি আপনাদের পাশেই আছি এবং থাকব।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে ও কাজল বসুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল সাহা প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়