Thursday, September 30

কানাইঘাটে দু’টি মিনি স্টেডিয়ামের কাজ পরিদর্শন করলেন এমপি মজুমদার

 


নিজস্ব প্রতিবেদক :

দেড় বছর পর কানাইঘাটে আসলেন সিলেট-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় প্রথমে হাফিজ মজুমদার এমপি কানাইঘাট এসে রাজাগঞ্জ ইউনিয়ন এবং পরবর্তীতে কানাইঘাট সদর ইউনিয়নের মিনি স্টেডিয়ামের বালু ভরাট কাজের পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি লোকমান আহমদ,কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম,জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী,দক্ষিণ বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ,সহ প্রচার সম্পাদক সায়েম আহমদ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মামুন আহমদ,আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান,তাওহিদুর রহমান,উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, উপজেলা ছাত্রলীগরে সাধারণ সম্পাদক মারুফ আহমদ সহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্টেডিয়াম পরিদর্শন কালে হাফিজ আহমদ মজুমদার বলেন, কানাইঘাট ও জকিগঞ্জে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে চলছে। পাশাপাশি গ্রামীণ ক্রিড়াঙ্গণকে এগিয়ে নিতে সরকারী বরাদ্ধের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে জায়গা অধিকরনের মাধ্যমে মিনি স্টেডিয়ামের মাঠ ভরাট সহ অনুসাঙ্গিক কাজ চলছে। এসব কাজে যাতে করে কোন ধরণের অনিয়ম দুর্নীতি না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়