নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও মাহফিল,শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ-যোহর কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এমিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দলের বিপুল সংখ্যক নেতা কর্মী ও মুসল্লীদের ব্যাপক উপস্থিতিতে এডভোকেট লুৎফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম মাওলানা হাফিজ জামাল উদ্দীন।
এ সময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক নামজুল ইসলাম হারুন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকীম শামিম,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আফছর আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুবেদার আফতাব উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক নজির উদ্দীন প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দে।
এ সময় আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর ছিলেন বর্ষিয়ান রাজনীতিবীদ আমাদের সংগঠনের সিলেট জেলার সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন অবিভাবকে হারিয়েছে ও আমরা হারিয়েছি একজন প্রিয় নেতাকে যা সহজে পুরণ হওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে যেনো জান্নাতবাসী করেন এজন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থী।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়