নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী দনা বাজারে সরকারি খাস খতিয়ানের জায়গায় রাতের আধারে অবৈধভাবে ৫টি টিন সেটের দোকান ঘর নির্মাণের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন, দনা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মোশাহিদ আলী।
গত ২৬ আগস্ট লিখিত অভিযোগে মোশাহিদ আলী উল্লেখ করেছেন, লকডাউনের সময় ৮/৯ মাস পূর্বে দানা বাজারে সরকারি জয়গার উপর রাতের আধারে বাজারে মাছ ব্যাবসায়ী স্থানীয় এরালগুল গ্রামের আব্দুল বারির পুত্র আব্দুর রব, বটই মিয়ার পুত্র মিনই, সমছু মিয়ার পুত্র আব্দুল হামিদ, আব্দুল কাদিরের পুত্র ইব্রাহীম ও একই গ্রামের রফিক, আব্দুল আলিম ৫টি টিন সেটের ঘর নির্মাণ করে। শেষ সময় বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উল্লেখিত বিবাদীগনকে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণে বাধা নিষেধ দিলেও তারা মানেননি, এমন কি ব্যাবসায়ী নেতৃবৃন্দের হুমকি দেয় তারা।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্যাবসায়ীরা একটি লিখিত দরখাস্ত দেওয়ার পরও বিবাদীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যাবস্থা না নেওয়ার কারনে বর্তমানে তারা অবৈধভাবে নির্মিত দোকান ঘরে ব্যবসা চালাইয়া আসিতেছে। যার কারণে বাজারের সুন্দর্য নষ্ট সহ বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে।
এমবস্থায় অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ সহ বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগের বাদী ব্যবসায়ী মোশাহিদ আলী ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়