Sunday, August 15

কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক :

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬’তম শাহাদাৎ বার্ষিকী কানাইঘাটে শোকাহবহ পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনিমিত সহ দিনভর বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, প্রশাসন চত্তরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী এর পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ, কানাইঘাট প্রেসক্লাব, কানাইঘাট পৌরসভা, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সহ বিভিন্ন সংগঠন। এছাড়া ১৫ আগস্ট উপলক্ষ্যে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও খাবার বিতরন করা হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট বিট অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্ত্বর ও কানাইঘাট থানা প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে পৃথক ভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়