Friday, August 13

সাংবাদিক বুলবুল করোনা আক্রান্ত, সুস্থতা কামনায় দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক :: 
সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক, দৈনিক বর্তমান এর সিলেট বিভাগীয় প্রধান, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, কানাইঘাট প্রেসক্লাব’র পর পর দুই বারের নির্বাচিত সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল করোনা আক্রন্ত।

গত ৫ আগস্ট তিনি করোনা শনাক্তকরণ টেস্টের জন্য সিম্পল দেন পরে ৯ আগস্ট করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর সাংবাদিক বুলবুল হোম আইসোলেশনে যান। বর্তমানে তিনি আইসোলেশন থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল এর সুস্থ্যতা কামনায় আজ শুক্রবার বাদ জুমআ দক্ষিণ সুরমা প্রেসক্লাব ও উনার নিজ এলাকা কানাইঘাটের ধনমাইর মাটি সমাজ কল্যাণ পরিষদের উদ্ধোগ্যে দোআ ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, বর্তমানে আল্লাহর রহমতে শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। আইসোলেশন থেকে চিকিৎসা চলছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়