Tuesday, August 17

রিমান্ড শেষে কানাইঘাটের আফতাবকে জেল হাজতে প্রেরণ


নিজস্ব প্র্রতিবেদক:

কানাইঘাটে ৪৭ হাজার ৫ শত টাকার জাল নোট নিয়ে গ্রেফতারকৃত উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র আফতাব উদ্দিনকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই পিযুষ চন্দ্র সিংহ জানিয়েছেন রিমান্ডে গ্রেফতারকৃত আফতাব উদ্দিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন। জাল টাকার পিছনে কারা কারা জড়িত রয়েছে এবং তাদের মুল হোতাদের বের করার জন্য পুলিশ মুলত আফতাব উদ্দিনকে রিমান্ডে এনেছে। এরপূর্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পিযুষ চন্দ্র সিংহ বিজ্ঞ আদালতে আফতাব উদ্দিনের ৭দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত তার আবেদনের প্রেক্ষিতে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার তাকে জেল হাজত থেকে থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য গত ২৭ জুলাই আফতার উদ্দিন পূবালী ব্যাংক কানাইঘাট শাখায় ৩ লক্ষ টাকা জমা দিতে যায়। সে অনলাইনের মাধ্যমে সিলেটের আলতা মিয়া নামের জৈনক এক ব্যাক্তির হিসাব নাম্বারে এ টাকাগুলো জমা করতে চেয়েছিল। উক্ত টাকাগুলোর মধ্যে ৪৭ হাজার ৫’শ টাকার জাল নোট ছিল। সেই অপরাধে পূবালী ব্যাংক লিমিটেড কানাইঘাট শাখার ব্যাবস্থাপক মাহফুজুল হক বাদী হয়ে আফতাব উদ্দিনের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। উক্ত মামলায় অধিকতর তদন্তের জন্য তাকে পুলিশি রিমান্ডে নিয়ে আসা হয়। জাল টাকা সহ গ্রেফতারকৃত আফতাব উদ্দিন স্থানীয় সাংবাদিকদের প্রাননাশের হুমকি দাতা এলাকার চোরাকারবারী তোতা মিয়ার ছোট ভাই।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়