নিজস্ব প্রতিবেদক :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সূর্যোদ্বয়ের সাথে সাথে প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা অর্ধনিমিত রাখার পাশাপাশি সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবন্দ। ক্লাবের সহ-সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিল এবং পুষ্পস্তবকের সময় উপস্থিত ছিলেন ক্লাবের, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মোমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক জয়নাল আজাদ প্রমুখ। শোক দিবসের আলোচনা সভায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার স্থপতি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সম্মানের উর্ধ্বে রাখতে হবে। ১৫ আগস্টের নির্মম হত্যাজজ্ঞের শিকার বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়