Thursday, July 8

জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে সাবেক হুইপ সেলিম উদ্দিনের শোক

 


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কানাইঘাটের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন।


আজ রোজ বৃহস্পতিবার ভোর রাত ৪:০০ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। 


এক শোক বার্তায় সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, মরহুম জমির উদ্দিন প্রধান ছিলেন একজন প্রবীণ ও বিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে কানাইঘাট উপজেলাবাসী একজন সৎ, নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অজ্ঞনে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তিনি মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন এবং  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়