Thursday, July 8

বর্ষীয়ান আ.লীগ নেতা জমির উদ্দিন প্রধান আর নেই


নিজস্ব প্রতিবেদক  :

নাম জমির উদ্দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে ভালোবেসে ‘প্রধান’ উপাধি দিয়েছিলেন। সেই থেকে তার নামের সাথে যুক্ত হলো প্রধান। সেই বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন প্রধান আর নেই।

বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৪ টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। বৃহস্পতিবার (৮ জুলাই) বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

জানা যায়, সিলেটের প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার অসুস্থতার খবর শুনে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জমির উদ্দিন প্রধানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। জমির উদ্দিন প্রধান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

তিনি ১৯৮৬ সালে সিলেট ৫ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়া কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছিলেন।

এদিকে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে কানাইঘাটের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়