Tuesday, June 22

কানাইঘাটে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট থানা পুলিশ ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার পলাতক আসামী জালাল আহমদ (৫৭) কে গ্রেফতার করেছে। সে উপজেলার সীমান্তবর্তী এরালীগুল গ্রামের মৃত সিফত আলীর পুত্র। 

 
পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকাল অনুমানিক ৮ টার দিকে সীমান্তবর্তী মিকিরিপাড়া এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এ.এস.আই বিকাশ চন্দ্র সরকার ও এ.এস.আই মোঃ মোখলেসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জালাল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হন। ২০০৪ সালের একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজা হওয়ার পর ডাকাত জালাল আহমদ এলাকা ছেড়ে চলে যায়। গ্রেফতার এড়াতে সে মাঝে মধ্যে ভারতে চলে যেত।
 
গত কয়েকদিন থেকে সে বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  থানা পুলিশ এলাকায় অভিযান পরিচালনা করলে সে ফের ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে পুলিশ তাকে মিকিরপাড়া নামক সীমান্ত থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়