Wednesday, June 30

কানাইঘাটে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


নিজস্ব প্রতিবেদক :


কানাইঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯’ যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার   সকাল   ১১   টায়   কানাইঘাট   উপজেলা   পরিষদ মিলনায়তনে এ-  কর্মশালা অনুষ্ঠিত   হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  পরিষদের  চেয়ারম্যান   আব্দুল   মোমিন  চৌধুরী।

উপজেলা   নির্বাহী   কর্মকর্তা   সুমন্ত   ব্যানার্জির সভাপতিত্বে   ও   প্রকল্প   বাস্তবায়ন   কর্মকর্তা   জহিরুল   ইসলামের সঞ্চালনায়  কর্মশালায়  বিভিন্ন  দপ্তরের  সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,   রাজনৈতিক,   দলের   নেতৃবৃন্দ,  সাংবাদিক   ও এনজিও কর্মীদের উপস্থিতিতে সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হচ্ছে   একটি   দুর্যোগ   প্রবন  দেশ।   কিন্তু   দুর্যোগ মোকাবেলায় সরকার অনেক সক্ষমতা অর্জন করায় জান,মালের ক্ষয়-ক্ষতি রোধ সহ মৃত্যুর সংখ্যা অনেক কমে এসেছে। দেশের সকল উপজেলা পর্যায়ে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিকমহল   ও   সরকারি  কর্মকর্তাদের   সমন্বয়ের   উপর   গুরুত্বারোপ   সহপ্রকৃতিক   দুর্যোগ   মোকাবেলায়   স্থায়ী   সমন্বয়   উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সভায় জনপ্রতিনিধিরা বলেন, কানাইঘাটে প্রতি বছর বন্যায় নদী ভাঙ্গনের ফলে বাড়ী, ঘর বিলিন সহ সুরমা ডাইক   ভেঙ্গে   ফসলের   ব্যাপক   ক্ষয়-ক্ষতি   ও   গ্রামীণ   রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি সাধন হয়। নদী ভাঙ্গন সহ যে কোন প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহনের জন্য সরকারিভাবে অর্থসহায়তা বরাদ্ধ বাড়ানোর জন্য বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য দেন। 


কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর   মেয়র   লুৎফুর   রহমান,   সিলেট   জেলা   আওয়ামী লীগের   বন   ও পরিবেশ   বিষয়ক   সম্পাদক   ও   রেড   ক্রিসেন্ট   সিলেট   ইউনিটের সদস্য মস্তাক আহমদ পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ   শাকির,   মহিলা   ভাইস   চেয়ারম্যান   খাদিজা   বেগম,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম,লক্ষীপ্রসাদ   পুর্ব   ইউপি   চেয়ারম্যান   ফয়েজ   উদ্দিন,   দিঘীরপার ইউপি   চেয়ারম্যান   আলী   হোসেন   কাজল,   বড়চতুল   ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন,রাজাগঞ্জ   ইউপি   চেয়ারম্যান   ফখরুল   ইসলাম,   কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার   আফতাব   উদ্দিন,   এফআইবিডিবি   সূচনা   প্রকল্পের কর্মকর্তা এনামুল হক প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়