নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামে অবৈধ বিদ্যুৎ লাইন ছিড়ে নীচে পড়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাজু আহমদ নামে ১১ বছরের এক দরিদ্র পরিবারের শিশুর করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বড়খেওড় গ্রামের আলমগীর হোসেন তার বাড়ীর পাশে মসজিদ থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন টেনে তার বাড়ীতে অবস্থিত একটি দোকান ঘর সহ করাতকলে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবহার করে আসছিলেন।
গত বুধবার(২৩ জুন) ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সহ আর্তিং লাইন মাটিতে ছিড়ে পড়লে বিকেল অনুমান ৫টার দিকে বড়খেওড় গ্রামের দরিদ্র আব্দুল জলিলের শিশুপুত্র রাজু আহমদ মসজিদের পাশে তার একটি গরু আনতে গেলে বিদ্যুতের ছেড়া লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় তার আত্মচিৎকারে একই গ্রামের ১২ বছরের রেদওয়ান তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হয়।
একপর্যায়ে মসজিদের ইমাম বিদ্যুতের মেইনচুইস বন্ধ করলে প্রানে রক্ষা পায় আহত রেদওয়ান।
এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই পার্থ সারথী ও স্থানীয় মমতাজগঞ্জ বাজারস্থ পল্লিবিদ্যৎ অফিসের ইনচার্জ তমাল দাস ঘটনাস্থলে যান। পুলিশ রাজু আহমদের লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসেন ময়নাতদন্তের পর বিদ্যৎ পৃস্ট হয়ে নিহত রাজু আহমদের লাশ বৃহস্পতিবার বিকেল তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত রাজু আহমদের বাড়ীতে গেলে তার আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন কান্না জড়িত কণ্ঠে বলেন, অবৈধ বিদ্যুৎ লাইন ছিড়ে নীচে পড়ার কারনে রাজু আহমদের মৃত্যু হয়েছে এটি হত্যাকান্ডের পর্যায় পড়ে। এর দায় পল্লীবিদ্যুৎ কতৃপক্ষ ও অবৈধ বিদ্যুৎ সংযোগকারী আলমগীর হোসেন এড়াতে পারেন না। এ ঘটনার সুষ্টু বিচার চেয়েছেন স্থানীয় লোকজন।
এব্যাপারে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি মসজিদ থেকে চোরাই লাইন নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে ছিল যার কারনে এ প্রানহানীর ঘটনা ঘটেছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
পল্লীবিদ্যুৎ মমতাজগঞ্জ অফিসের ইনচার্জ তমাল দাস সহ অফিসের দায়ীত্বপ্রাপ্তরা বলেন, তারা বার বার আলমগীর হোসেনকে মসজিদ থেকে তার দোকান ঘরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য বলার পরও সে কোন কর্ণপাত করেনি। আমরা তার দোকানে বিদ্যুৎ লাইন সংযোগ দিয়েছি কিন্তু তিনি মিটারের আবেদন না করার কারনে আমরা বৈধভাবে বিদ্যুত সংযোগ দিতে পারিনি।
অবৈধ বিদ্যুৎ সংযোগকারী আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মহল্লার লোকজনদের সিদ্ধান্তে তিনি মসজিদ থেকে তার দোকান ঘরে বিদ্যুৎ লাইন নিয়েছেন বলে জানান।
থানার এসআই পার্থ সারথী দাসের সাথে কথা হলে তিনি বলেন রাজু আহমদ বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে এঘটনায় তার বাবা আব্দুল জলিল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়