Sunday, June 20

কানাইঘাটে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান


নিজস্ব প্রতিবেদক :

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে কানাইঘাট উপজেলার আরো ৭৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি সহ ঘর বুঝিয়ে দেওয়ার হয়েছে। 

রবিবার সকাল ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৫৩হাজার ৩৩৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউটিডিসি হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল, সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে উপকারভোগী উপজেলার ৭৫টি পরিবারকে তাদের জমি সহ পাকা ঘরের দলিল ও কাগজপত্র আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলেটের বিভাগীয় সহকারী কমিশনার (রাজস্ব) ফজলুল করিম তুলে দেন। 

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানীর পরিচালনায়  উপকারভোগীদের মাঝে ঘর হস্থান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলাতানা, পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মাহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, বক্তব্য রাখেন ৩নং দিঘীরপার ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। 

জমি সহ  ঘর হস্থান্তর কালে বিভাগীয় সহকারী কমিশনার ফজলুল করিম বলেন, প্রধানমন্ত্রী কর্ম পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে আমরা সামিল হব।  এর আগে দেশের সকল গৃহহীন ও ভূমিহীনদের জমি সহ পাকা ঘর দিয়ে পূর্ণবাসন করা হয় এজন্য মুজিব বর্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ যুগান্তকারী উদ্দ্যেগ হাতে নিয়েছেন। 

প্রথম ও দ্বিতীয় ধাপে সারা দেশে ১লক্ষ ৩০ হাজারের অধিক ভূমিহীন পরিবারকে পাকা ঘর ও জমি দিয়ে পূর্ণবাসন করা হয়েছে যা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে সারা দেশের ভূমিহীনদের এভাবে আমরা জমি সহ ঘর প্রদান করব। 

সিলেট জেলা সহ বিশেষ করে কানাইঘাটে প্রথম ধাপে ১৯৩ ও দ্বিতীয় দাপে ৭৫টি পরিবারকে অন্যন্ত সুন্দর ভাবে মনোরম পরিবেশে মঝবুত ও দৃষ্টি নন্দন ঘর নির্মাণ করায় এ কাজের সাথে সম্পৃক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, প্রকল্প বাস্তবায়ন অফিস সহ সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের তিনি শুভেচ্ছা জানান। দ্বিতীয় ধাপে উপজেলার ৭৫টি ভূমিহীন পরিবার জমি সহ ঘর সরকারিভাবে পেয়ে আনন্দে অনেকে কেদে ফেলেন, এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘার্য়ু জীবন কামনা করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়