কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট উপজেলায় ৩৪৫ পিস ইয়াবাসহ রয় সিং (৬৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ জুন) রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. লূৎফর রহমানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুরাইঘাট বাজার এলাকা থেকে তাকে আটক করে।
আটক ব্যক্তি ভারতের শিলং জেলার পেনেনশালা গ্রামের মৃত বিয়ারী সিং এর ছেলে।
মাদক আইনে মামলা দায়েরপূর্বক তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন।
সূত্র : সিলেট ভয়েস
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়