নিজস্ব প্রতিবেদক :
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের সংগঠন ‘বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুন) কানাইঘাট উপজেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা হাসপাতালের ইউএইচ এন্ড এফপিও ডা: অভিজিৎ শর্ম্মা
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে মোঃ হেলাল আহমদ ,সাধারণ সম্পাদক পদে সুকান্ত চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক পদে শামীমা বেগম ও কোষাধ্যক্ষ পদে আব্দুল মতিন নির্বাচিত হন।
এসোসিয়েশনের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার শিবনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহবুবুর রশিদ ,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে জাকির হোসেন ও জেসমিন বেগম দায়িত্ব পালন করেন।
পরে নতুন কমিটিকে ফুল দিয়ে বিদায়ী কমিটি বরণ করে নেয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়