কানাইঘাট নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাটবাসী তথা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,কানাইঘাট নিউজ, কানাইঘাট টিভির নির্বাহী সম্পাদক ও দৈনিক যায়যায়দিন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধণার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তাই নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর এই উৎসব ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। সকলে সামাজিক ভেদাবেদ ভুলে সকল মুসলমান আনন্দ ভাগ করে নিবে।
তিনি অারো বলেন,বর্তমান কোভিড ১৯ মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর পালন করতে হচ্ছে। আমরা যেনো সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করি। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়