শনিবার বিকাল ২ টায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির স্থানীয় নয়া বাজারে সংগঠনের সভাপতি আলমাছ উদ্দিনের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বারের বিশিষ্টি আইনজীবি এড: আব্দুর রহিম,উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, ইউপি সদস্য আব্দুর রহীম, আহমদ হোসন,মাও: মইন আহমদ, মাও: মাহবুব আহমদ, মাও: মায়নুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাই ভাই যুব কল্যাণ সংগঠনের প্রচার সম্পাদক হোসেন আহমদ, কোষাধক্ষ্য আব্দুর রশীদ, সদস্য মাষ্টার আব্দুস সাত্তার, মোবারক হোসেন, জালাল আহমদ, আব্দুল খালিক, আজিজুল হক, আব্দুর রহমান, শফিকুল হক প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে অথিতিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, করোনাকালীন এসময় রমজান মাস উপলক্ষ্যে বড়বন্দ ভাই ভাই যুব কল্যাণ সংস্থা কর্তৃক ১৫০ টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার অসহায়দের পাশে দাড়ানোর জন্য ভিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহবান জানান। অতিথিবৃন্দ এলাকার উন্নয়নের স্বার্থে ভাই ভাই যুব কল্যাণ সংস্থার সব ধরনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়