Thursday, May 13

ছোটদেশ গ্রামের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছোটদেশ গ্রামের ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল আজ বুধবার বিকেল ৫টায় (১২ মে) ছোটদেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 সাবেক ছাত্র নেতা আহমেদুল কবির মান্নার  সভাপতিত্বে ও ছাত্রনেতা তোফায়েল আহমদ ছালিমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, ছোটদেশ চটিগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, উজান বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ব্যাংকার বদরুদ্দোহা, এ্যাডভোকেট আলা উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন,  ইউপি সদস্য আব্দুল গফুর, সমাজসেবি মুহিবুর রহমান, যুবলীগ নেতা মুমিন আহমদ মনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ। 

উপস্থিত ছিলেন ছোটদেশ পূর্ব জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, তারেক আহমদ, লোকমান আহমদ, সাহেদ, অজি উদ্দিন মারুফ, ফারুক আহমদ, আশরাফ মোস্তফা, ইমন সারওয়ার, মুরাদ মুস্তাকিম, এনায়েত মোস্তফা, সামছুদ্দিন সহ ছোটদেশ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যুব ও ছাত্র সমাজ। 

ইফতার মাহফিলে বক্তারা বলেন, কানাইঘাটের মধ্যে ছোটদেশ গ্রাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের জন্ম হয়েছে। অনেকে চাকরী সহ নানা ক্ষেত্রে অবদান রেখে গ্রামের মুখকে উজ্জল করে যাচ্ছেন। এ গ্রামের সুনাম ছাত্র-যুব সমাজকে ধরে রাখতে হবে। শিক্ষার উন্নয়ন সহ সামাজিক কর্মকান্ডে সবাইকে এগিয়ে আসতে হবে। ছোটদেশ গ্রামের আর্থসামাজিক উন্নয়নে আমাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।

ইফতার দোয়া মাহফিলে দেশ জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নছির উদ্দিন।   


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়