Sunday, May 30

কানাইঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক :


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক  ২০২১ এর কানাইঘাট উপজেলা পর্যায়ের ফাইনেল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে    রবিবার বিকেল  ৪টায়   কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়  মাঠে বঙ্গবন্ধু   অনুর্ধ্ব   ১৭   জাতীয়   ফুটবল   টুর্নামেন্টের   ফাইনাল   খেলায় কানাইঘাট   লক্ষীপ্রসাদ   পশ্চিম   ইউনিয়ন   ফুটবল   দল   ২-০  গোলে   ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যম্পিয়ান হওয়ার   গৌরব   অর্জন   করে।  

 ফাইনাল   খেলা   ও   পুরষ্কার   বিতরনী   অনুষ্টানে প্রধান অতিথি  হিসাবে  উপস্থিত  ছিলেন উপজেলা   পরিষদের  চেয়ারম্যান আব্দুল   মোমিন   চৌধুরী।   উপজেলা   নির্বাহী   কর্মকর্তা   সুমন্ত ব্যানার্জির  সভাপতিত্বে  ও  উপজেলা  আওয়ামী লীগের  যুগ্ম  সাধারণ সম্পাদক   ক্রীড়া   সংঘটক   নাজমুল   ইসলাম   হারুনের   পরিচালনায়   ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ   অতিথি   হিসাবে   উপস্থিত   ছিলেন কানাইঘাট   সার্কেলের   এএসপি   আব্দুল   করিম,   উপজেলা আওয়ামী লীগের   সহ-সভাপতি   খেলা   পরিচালনা   কমিটির   সদস্য   জামাল উদ্দিন,   উপজেলা   মহিলা   ভাইস   চেয়ারম্যান   খাদিজা   বেগম,   সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম,লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ   আহমদ,   ঝিংগাবাড়ী   ইউপি   চেয়ারম্যান   আব্বাস   উদ্দিন,কানাইঘাট   সরকারি   উচ্চ   বিদ্যালয়ের   প্রধান   শিক্ষক   মখলিছুর   রহমান,উপজেলা ক্রীড়া  সংস্থার  সাধারভ  সম্পাদক মাসুক আহমদ, উপজলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, টুর্নামেন্টের মিডিয়া   উপ-কমিটির   অাহবায়ক   কানাইঘাট   প্রেসক্লাবের   সাধারণ সম্পাদক   নিজাম   উদ্দিন,   উপজেলা   সহকারী   প্রাথমিক   শিক্ষক   সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ওক্রীড়া সংঘটনের নেতৃবৃন্দ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়