নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ)’র শুভ উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যেগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সুলতানা, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান, থানার পুলিশ পরির্দশক (তদন্ত) জাহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস লিওফাগুশন নানকা, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেনকাজল, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর,টুর্নামেন্টের মিডিয়া উপকমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাংবাদিক শাহীন আহমদ প্রমূখ।
উদ্বোধনীয় ম্যাচে কানাইঘাট সদর ইউপিকে ২-০ গোলে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ফুটবলদল ও পরে বিকাল ৩টায় বাণীগ্রাম ইউপিকে ১-০ গোলে হারিয়েছে দিঘীরপাড় ইউপি এবং পরবর্তী ম্যাচে বড়চতুল ইউপিকে ২-১ কানাইঘাট পৌরসভা ফুটবল দল হারিয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
বঙ্গবন্ধু অনুর্ধ্ব১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন,সারা দেশে উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুজে বের করার জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে এর মধ্য দিয়ে ফুটবলের নবদিগন্তের সূচনা হবে এবং খেলা-ধুলার উন্নয়নে কানাইঘাটে সরকারিভাবে ৫টি মিনি স্টেডিয়ামের কাজ এগিয়ে চলছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়