নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরাইঘাট বাজার থেকে ৮২ পিস ইয়াবা সহ সেলিম উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
জানা যায়, গত শুক্রবার (২১মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ.এসআই মোখলেসুর রহমান এক দল পুলিশ নিয়ে সুরাইঘাট বাজারের পাশে অভিযান চালিয়ে স্থানীয় বাউরভাগ ৪র্থ খন্ড গ্রামের জয়নাল আবেদিনের পুত্র ইয়াবা ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ৮২ পিস ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হন।
এ ঘটনায় থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত সেলিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-২২ তারিখ ২১/০৫/২০২১ইং। ধৃত আসামীকে শনিবার আদালতে সোর্পদ করেছে পুলিশ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়