Wednesday, April 28

কানাইঘাটে 'প্রবাসী সিলেট মুজিব সৈনিক' সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে 'প্রবাসী সিলেট মুজিব সৈনিক' সংগঠনের উদ্দ্যোগে কানাইঘাট উপজেলায় প্রায় সাড়ে ৩’শ অসহায় পরিবারের মধ্যে নানা প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বিকাল ৩টায় কানাইঘাট পৌরসভাস্থ রামিজা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী   বিশিষ্ট  কমিউনিটি  নেতা   ও   কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র সভাপতি শামসুজ্জামান বাহার। 

সিলেট প্রবাসী মুজিব সৈনিকের সভাপতি মোঃ আজিজের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আসাদ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ   নেতা   হায়দার   চৌধুরী   শামীম,   ছাত্রলীগের   সাবেক   কেন্দ্রেীয়   নেতা সংগঠনের  অন্যতম   উপদেষ্টা  এডভোকেট   আব্দুল  খালিক,   উপজেলা   আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক আফছার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রবাসী সিলেট মুজিব সৈনিকের প্রতিষ্টাতা সভাপতি সংযুক্ত আরব-আমিরাত শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক আহমদ রুমেল, সংগঠনের যুগ্ম   সাধারণ   সম্পাদক   পর্তুগাল   প্রবাসী   তারেক   কামাল   খাঁন,   সিলেট   জেলা সেচ্ছাসেবকলীগের   সাংগঠনিক   সম্পাদক   মাসুক   আহমদ,   সৌদি   আরব   শাখা বঙ্গবন্ধু   স্মৃতি   পরিষদের   যুগ্ম   সাধারণ  সম্পাদক   নিজাম   চৌধুরী,   এডঃ   আশিক উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি রুমান আহমদন নোমান, ছাত্রলীগ নেতা এম আফতাব উদ্দিন   সহ   আওয়ামী লীগ   ও   সহযোগী   সংগঠনের   নেতাকর্মীরা।   

খাদ্য   সামগ্রী বিতরণকালে সংগঠনের উপদেষ্টা  শামসুজ্জামান বাহার   বলেন, দেশে একদিকে  করোনার প্রার্দুভাব থাকায় লকডাউন চলছে, এর মধ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। করোনা থাকার কারণে অনেক অসহায় শ্রমজীবি দরিদ্র মানুষরা কষ্টের মধ্যে জীবন-যাপন করছেন। এ সময় প্রবাসী সিলেট মুজিব সৈনিকের উদ্দ্যোগে প্রাথমিকভাবে  কানাইঘাটে সাড়ে   ৩’শ   পরিবারের   মধ্যে   খাদ্য   সামগ্রী   বিতরণ   করায়   সংগঠনের   সাথে   জড়িত বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ সংগঠন তাদের সাধ্য অনুযায়ী কানাইঘাটের অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত প্রসারিত করবে এমন প্রত্যাশা করে শামসুজ্জামান বাহার। এ সময় রমজান ও ঈদকে সামনে রেখে এলাকার অসহায়দের পাশে যার যার সাধ্য অনুযায়ী দাড়ানোর আহবানও জানান তিনি। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়