করোনা থেকে সুস্থ হওয়ার পর বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম’র পিতা সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা রফিকুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার রাত সোয়া ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনিভার্সেল হাসপাতালে তিনি মারা যান(ইন্নানিল্লাহি........রাজুন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রফিকুল ইসলামের গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে।
জানা গেছে বেশ কয়েকদিন পূর্বে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের পিতা সমাজসেবী রফিকুল ইসলাম ও মাতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর করোনা থেকে সুস্থ পর বার্ধক্য জনিত কারণে রফিকুল ইসলামকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের পিতার মৃত্যর সংবাদে শোকে মূহ্যমান হয়ে পড়েন কানাইঘাট থানা পুলিশের সকল অফিসার ও সদস্যরা।
থানার ওসি তাজুল ইসলাম পিপিএম বর্তমানে তার পরিবারের পাশে ঢাকায় রয়েছেন বলে জানা গেছে।
তিনি তার বাবার আত্মার মাগফিরাত ও মায়ের সুস্থার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক থানা পুলিশের পক্ষ থেকে রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়