Saturday, April 24

কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে সরকারি অর্থায়নে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু


নিজস্ব প্রতিবেদক  : 

খেলাধুলার উন্নয়নে সরকারের উদ্যোগে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলায় প্রাথমিকভাবে ৫টি ইউনিয়নে ১ একর জমি সরকারি ভাবে অধিগ্রহণ করে ষ্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। 

স্থানীয় সংসদ সদস্যের টিআর প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে ষ্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এরই আলোকে কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত কুওরঘড়ি মৌজার মেদল হাওরে উচু সরকারি খাস খতিয়ানের জমিতে রাস্তার পাশে ১ একর জমির উপর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের খেলাধুলার উন্নয়নে সরকারি উদ্যোগে মিনি ষ্টেডিয়ামের মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। 

জানা যায়,স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজমুদার টিআর প্রকল্পের আওতায় ষ্টেডিয়ামের মাটি ভরাটের জন্য ৫লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। 

 শুক্রবার বিকেল ২টায় সংসদ হাফিজ আহমদ মজুমদারের পক্ষে ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশের দিক নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব জামাল উদ্দিন, ষ্টেডিয়ামের মাটি ভরাটের কাজের শুভ সূচনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া, উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শামীম উদ্দিন, ইউপি সদস্য সেলিম উদ্দিন, যুবলীগ নেতা আহসান, ছাত্রলীগ নেতা সাহার, রিয়াজ প্রমুখ। 

মাটি ভরাট কাজের শুভ সূচনাকালে জামাল উদ্দিন বলেন, বর্তমান সরকার গ্রামীণ এলাকার খেলাধুলার মান-উন্নয়নে সারাদেশে মিনি ষ্টেডিয়ামের কাজ হাতে নিয়েছেন। এরই অংশ হিসাবে সংসদ সদস্য  হাফিজ মজুমদারের টিআর প্রকল্পের আওতায় কানাইঘাটে ৫টি মিনি ষ্টেডিয়ামের কাজ চলমান রয়েছে।  লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ষ্টেডিয়ামের মাটি ভরাটের কাজ আমরা শুরু করেছি। কাজ যখন শেষ হবে তখন সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ সহ আমাদের দলের নেতারা ষ্টেডিয়ামের শুভ উদ্বোধন করবেন। 

এদিকে ইউনিয়নের সর্বস্তরের জন সাধারণ কুওরঘড়ি মৌজার মেদল হাওরে অত্যন্ত মনোরম পরিবেশে রাস্তার পাশে ষ্টেডিয়ামের জায়গা মনোনীত করায় সাংসদ হাফিজ আহমদ মজুমদার সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখানে ষ্টেডিয়াম নির্মাণ হলে ইউনিয়নের সর্বস্তরের ক্রীড়ামোদী সহ আশপাশ ইউনিয়নের দর্শকরা সব ধরনের খেলা উপভোগ করতে পারবেন।    



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়