Tuesday, April 13

কানাইঘাটে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাটে   যুক্তরাজ্য   ভিত্তিক   আর্ন্তজাতিক   দাতা   সংস্থা  আল-খায়ের ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ও সমকাল সুহ্নদ সমাবেশের সহযোগিতায়১৫০টি দরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান মাসকে সামনে রেখে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি   মেনে   কানাইঘাট   দারুল   উলুম   মাদ্রাসা   মাঠে   এসব   খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় খাদ্য সামগ্রী তুলে দেন আল-খায়েরফা উন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, কানাইঘাট উপজেলা পরিষদের   ভাইস  চেয়ারম্যান   মাওলানা   আব্দুল্লাহ  শাকির,   কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ ।

অন্যান্যদের মধ্যে ছিলেন সিলেট সমকাল সূহ্নদ সামাবেশের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আবির দাশ খোকন, আল-খায়ের ফাউন্ডেশনের কমলজিৎ পাল শাওন, আবু তাহের মোঃ নাজিম, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা বদরুল আমিন, মাওলানা নজির আহমদ, মাওলানা আসাদ আহমদ প্রমূখ।

জানা  যায়, উন্নয়নমূলক   কাজের   ধারাবাহিকতায়  যুক্তরাজ্য   ভিত্তিক আর্ন্তজাতিক   এ   দাতা   সংস্থা   আল-খায়ের  ফউন্ডেশন  পবিত্র  মাহে   রমজান উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির মধ্যে করোনা ভাইরাস জনিত   ঝুকি   মোকাবেলায়   এসব   খাদ্য   সামগ্রী   বিতরণ   করেছে।   খাদ্য সামগ্রীর   প্রতিটি   প্যাকেটে   ছিল   সাড়ে   ৩  হাজার  টাকা  মুল্যের  ২০কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু,  ২কেজি চিনি, ২ লিটার ভুজ্য তেল, ১ কেজি লবন, ২ কেজি আটা,  ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম গুড়োদুধ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে আল-খায়ের ফাউন্ডেশ এর কান্ট্রি ডিরেক্টার তারেক মাহমুদ সজীব বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও সে দেশেরবিত্তশালীদের অর্থায়নে আল-খায়ের ফাউন্ডেশন  র্দীঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানাবিদ সেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছে। 

বিশেষ করে   প্রকৃতিক   দুর্যোগ   কালে   এবং   করোনার   এসময়ে   ও   রমজান,   ঈদের সময়ে সমাজে অসহায় হত দরিদ্র্যদের মাঝে খাদ্য ও ত্রান সামগ্রী প্রদান করছে   আল-খায়ের   ফাউন্ডেশন।   রমজান   মাসকে   সামনে   রেখে   করোনার   এ দুর্যোগ   মুহুর্তে   সিলেট   সহ   দেশের   ৩৫   টি   জেলায়   এ   ধরনের   খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির   খাদ্য   সামগ্রী   বিতরণ  কালে   বলেন,   যুক্তরাজ্য   ভিত্তিক   আল-খায়ের ফাউন্ডেশন এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন, যুক্তরাজ্য ভিত্তিক আল-খায়ের ফাউন্ডেশন অতীতে কানাইঘাটের অসহায় মানুষের পাশে দাড়িয়ে নানা ভাবে সহযোগীতা করেছে। তিনি এফাউন্ডেশনের   সাথে   জড়িত   প্রবাসীদের   প্রতি   কৃতঙ্গতা   প্রকাশ   করে আগামী দিনে আল-খায়েরের কার্যক্রম এ এলাকায় আরো জোরদারের আহবান জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়