নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাটে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মখলিছুর রহমান (২৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের নুরুজ মিয়ার ছেলে।
বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় ইলেক্ট্রিশিয়ান মখলিছুর রহমান (২৫) তার পার্শ্ববর্তী প্রবাসী ফয়েজ উদ্দিনের বসতঘরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। পরে মখলিছুর রহমানকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মখলিছুর রহমানের পিতা নুরুজ মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন মর্মে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়