কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র লুৎফুর রহমানের সঙ্গে কানাইঘাট বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেল ২টায় কানাইঘাট পৌরসভার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন,সহ-সভাপতি সাবেক কাউন্সিলর ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, সদস্য হেলাল উদ্দিন, বাজার লেসি করামত হাজী, ব্যবসায়ী জমির উদ্দিন, মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্ধ নব-নির্বাচিত মেয়রের নিকট ট্রেড লাইসেন্সের ফিঃ কমানো, বাজার ব্যবসায়ী সমিতির অফিস বরাদ্ধ, বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, বাজারের ড্রেন সংস্কার, বাজার মসজিদের অজুখানার উন্নয়ন, বাজার প্রহরীর বেতন বৃদ্ধি করার দাবী উত্থাপন করেন।
মেয়র লুৎফুর রহমান তাদের দাবি-দাওয়া পুরনের জন্য আশ্বস্থ করে বলেন, পৌর পরিষদের সভায় আলোচনা সাপেক্ষে সকল উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়