Thursday, March 4

সাজ্জাদ ফারুকীর মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

 


কানাইঘাট নিউজ ডেস্ক  :: কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের পিতা, বৃহত্তর জৈন্তার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সাবেক জেলা বিএনপি নেতা সাজ্জাদুর রহমান ফারুকীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।


মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, সাবেক জেলা বিএনপি নেতা, কানাইঘাটের প্রবীণ মুরব্বী ও শালিস ব্যক্তিত্ব সাজ্জাদুর রহমান ফারুকীর ইন্তেকালে আমরা একজন নিবেদিত প্রাণ বিএনপি নেতাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। তিনি আজীবন মানবতার কল্যানে ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে কাজ করেছেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়