ডেস্ক :
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমভাগে দেখা মিলল দাপুটে বার্সেলোনার। পথ দেখালো লিওনেল মেসির অসাধারণ ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ছন্দপতন হলেও আবারও ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল রোনাল্ড কুমানের দল।অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয়ে টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে কাতালানরা।
সোমবার (১ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ক্যাম্প ন্যু'তে জয় পেলেও কঠিন পরীক্ষাই দিতে হয়েছে মেসিদের। ম্যাচের প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবলই খেলেছে বার্সা।
এদিন ম্যাচের ২০তম মিনিটে মেসির দারুণ গোলে লিড নেয় কাতালানরা। তবে বিরতির পর জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতা পায় বিলবাও। কিন্তু খেলার ৭৪তম মিনিটে গ্রিজম্যান গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
লিগে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সা। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যাবধানে পিছিয়ে তিনে নেমে গেছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মার্দ্রিদ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়