Tuesday, February 9

কানাইঘাটে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সোহেল আমিনের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন পৌরসভার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।  মঙ্গলবার বিকেল ৪টায় কানাইঘাট উত্তর বাজারে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন তার প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় করেন। মতবিনিময় কালে মেয়র প্রার্থী সোহেল আমিন বলেন, এ নির্বাচন ক্ষমতার পালা বদলের নির্বাচন নয়। স্থানীয় সরকারের এ নির্বাচনে পৌরসভার জন সাধারণ দলের চাইতে প্রার্থী ও এলাকাকে প্রাদান্য দিচ্ছেন। পৌরসভার সকল এলাকার ভোটাররা তার জগ প্রতীকের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছেন। নির্বাচন সুষ্ঠু হলে তার বিজয় কেউ টেকাতে পারবে না ইনশাআল্লাহ। ভোটারদের মতামত প্রতিফলনে নির্বাচন কমিশন ও নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃংখলা বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, সরকার দলের প্রার্থীর অনেক সমর্থকরা প্রকাশ্যে বহিরাগতদের নিয়ে ভোট কেন্দ্র দখল করে নিবে ও ভোটাররা যাতে করে ভোটকেন্দ্রে না আসতে পারেন এজন্য নির্বাচনী এলাকায় নানা ধরনের গুজব রটাচ্ছে। ভোটারদের মধ্যে এ নিয়ে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে এর অবসান করতে হবে। ১৪ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর নিরপেক্ষ করতে প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী সোহেল আমিন বলেন নির্বাচন কমিশন ও প্রশাসনের উপর আমাদের আস্থা এখনো আছে। নির্বাচন নিরপেক্ষ হবে কেউ ভোট কেন্দ্র দখল ও সীল মারতে না পারবে না সিলেটের নির্বাচন কমিশন ও কর্মকর্তারা আমাদের অভয় দিয়েছেন। তারা বলছেন জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভার মতো কানাইঘাট পৌরসভা নির্বাচন নিরপেক্ষ হবে সেই প্রত্যাশা একজন মেয়র প্রার্থী হিসাবে আমি করছি। নির্বাচিত হলে সবাইকে নিয়ে কানাইঘাট পৌরসভাকে একটি মডেল পৌরসভা গড়তে জনসাধারনের মতামতকে গুরুত্ব দিয়ে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত সহ সব ধরনের সেবা জনগনের দূরগোড়ায় পৌছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র প্রার্থী সোহেল আমিন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়