নিজস্ব প্রতিবেদক:
মহামান্য হাইকোর্টের রিটের প্রেক্ষিতে কানাইঘাট পৌরসভার নির্বাচনে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুর্নবহাল করেছে নির্বাচন কমিশন। জানা গেছে বিগত পৌরসভার নির্বাচনে পাশর্বর্তী জকিগঞ্জ উপজেলার পাশে অবস্থিত রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ব্যালেট পেপার ছিনতাই সহ অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এবং এ ভোট কেন্দ্রটি ভোট গ্রহনের জন্য উপযুক্ত নয় উল্লেখ করে পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটারদের জন্য ভোট প্রদানের জন্য পাশবর্তী বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এনিয়ে ১নং ওয়ার্ডের ভোটাররা দ্বিতাবিভক্ত হয়ে পড়েন। একপক্ষ বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বহাল ও অপরপক্ষ রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুনবহাল করতে পৃথক পৃথক অভিযোগ দেন উপজেলা নির্বাচন অফিস বরাবরে। কয়েক দফা তদন্তের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বায়মপুর সরকারি প্রাথমি বিদ্যালয় ভোট কেন্দ্র বহাল রাখা হয়। এরই প্রেক্ষিতে ১নং ওয়ার্ডের ভোটার রামপুর পশ্চিম গ্রামের মৃত মুজম্মিল আলীর পুত্র সিরাজ উদ্দিন গত ২ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্টের একটি ব্যাঞ্চে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে ১নং ওয়ার্ডের ভোটারদের জন্য ভোট কেন্দ্র পুর্নবহাল করার জন্য রিট পিটিশন দায়ের করেন। শুনানী শেষে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বহাল রাখার জন্য উচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। উচ্চ আদালতের নির্দেশে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুর্নবহাল করা হয়েছে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ডের ভোটাররা সেখানে ভোট প্রদান করবেন বলে তিনি জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়