Saturday, February 13

কানাইঘাটে মোবাইল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট পৌরসভা নির্বাচনে প্রচারনার শেষ দিনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাওছার আহমদের মোবাইল ফোন মার্কার সমর্থন রাত সাড়ে ৭টায় সর্বশেষ মিছিল কানাইঘাট বাজারে বের হয়। 

মিছিলে মোবাইল ফোন মার্কার শত শত সমর্থক অংশগ্রহণ করেন। 

মিছিল শেষে দক্ষিণ বাজারে পথসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কুয়েত প্রবাসী কাওছার আহমদ বলেন, পৌরসভায় নাগরিকদের সেবা প্রদানে বর্তমান ও পূর্বের মেয়র ব্যর্থ হয়েছেন। তিনি নির্বাচিত হলে পরিকল্পনা গ্রহণ করে পৌরসভার কাংখিত উন্নয়ন ও নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে নানা ধরনের পরিকল্পনা গ্রহন করবেন। প্রবাসী অধ্যুষিত পৌরবাসীকে ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে মোবাইল ফোন মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়