সারাদেশের ন্যায় কানাইঘাটে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা কার্যক্রম ক্যাম্পেইন শুরু হয়।
প্রথমেই টিকা নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা।
পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী সহ ২৫জন করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
টিকার কার্যক্রম শুরু থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জি, হাসপাতালের টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ স্থানীয় সংবাদকর্মীরা।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা জানান করোনার টিকা কার্যক্রমের প্রথম দিনে ২৫জনকে টিকা দেওয়া হয়েছে এবং ১৫৪ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের এসে যারা রেজিষ্ট্রেশন করেছেন তারা সহজেই করোনার টিকা নিতে পারবেন। উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, বাংলাদেশে আসা করোনার টিকা সম্পূর্ণ পাশর্^প্রতিক্রীয়া মুক্ত অধিক কার্যকর। সরকারের আন্তরিকতায় আমরা করোনার টিকা পেয়েছি। সবাই যেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে করোনার টিকা গ্রহন করে সুস্থ্য থাকেন এ জন্য তারা কানাইঘাটবাসীর প্রতি আহবান জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়