Saturday, February 13

কানাইঘাটে নারিকেল গাছ মার্কার সমর্থনে শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট পৌরসভা নির্বাচনে প্রচারনার শেষ দিনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র নিজাম উদ্দিনের নারিকেল গাছ মার্কার সমর্থনে বিকেল ৪টায় কানাইঘাট দক্ষিণ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। 

সভায় পৌরসভার বর্তমান উন্নয়ন মূলক কর্মকান্ডের ফিরিস্তি তোলে ধরেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন। 

তিনি বলেন, পৌরসভায় বিগত ৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা ৩০ বছরে হয়নি, সর্বত্র উন্নয়ন হয়েছে। 

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানের প্রতি বিদ্বেষগার করে তিনি বলেন, ৫ বছর মেয়র ছিলেন কিছু করেননি এখন মিথ্যা কুৎসা রটিয়ে ভোটারদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছেন তিনি। উন্নয়নের ধারা বজায় রাখতে পৌরবাসী তাকে পুনরায় বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

তার পথসভায় বক্তব্য দেন কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা জাপার আহ্বায়ক আলা উদ্দিন মামুন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম বাবু, জাপা নেতা কামরুজ্জামান কাজল, ব্যবসায়ী আবু জহর। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়