Sunday, February 28

কানাইঘাটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাটে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুবের আহমদ (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের গর্দনাকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির আগতালুক গ্রামের বশির আহমদের পুত্র জুবের আহমদ একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে থানার এএসআই মোজাম্মেল হক সহ একদল পুলিশ ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামে তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে জুবের আহমদকে গ্রেপ্তার করা হয়। মামলা নং এস.জি.আর ৪/১০, দায়রা- ২০৫০/১৩ইং। রোববার গ্রেপ্তারকৃত জুবের আহমদকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়