Saturday, February 6

ইমজার নবগঠিত কমিটিকে কানাইঘাট প্রেসক্লাবের অভিনন্দন

 


কানাইঘাট নিউজ ডেস্ক : ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েন (ইমজা), সিলেটের নবগঠিত কমিটির সভাপতি দেবব্রত ঘোষ চৌধুরী বাপ্পা ও সাধারণ সম্পাদক আনিস রাহমানসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে কানাইঘাট প্রেসক্লাব।

শনিবার (৬ ফেব্রুয়রি) এক বার্তায় কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটা. শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, সাংবাদিক অধিকার প্রতিষ্ঠায় নবগঠিত কমিটি কাজ করে যাবেন, এই প্রত্যাশা করছি। নতুন কমিটি ইমজাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। ইমজা পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আছে, তা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়