Sunday, February 21

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের উদ্যোগে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কানাইঘাট নিউজ ডেস্ক :

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী  পরিষদ। দিবসের প্রথম প্রহরে ৬৪ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং নিজ নিজ এলাকায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ।


দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলদেরকে অভিনন্দন জানিয়েছেন। মিডিয়া ও প্রচার কমিটি সার্বিক দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়